একে আজাদ ইকতিয়ার, কেশবপুর: কেশবপুরে দেশের প্রথম জীবিকায়ন শিল্প পল্লীর উদ্বোধন করা হয়েছে। এ পল্লীর প্রায় ৬শ’ পরিবার সরকারি অর্থ ও প্রশিক্ষণ সহায়তায় নিজেদের ব্যবসার উন্নয়ন করার সুযোগ পাবেন। সরকারের এক হাজার শিল্প পল্লী স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে এ পল্লীর উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার আলতাপোল গ্রামে এ পল্লীর উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পল্লী জীবিকায়ন প্রকল্প-৩ এর আওতায় যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামকে কারুশিল্প পল্লী হিসেবে ঘোষণা করা হয়।
যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে প্রায় দেড় হাজার পরিবারের বসবাস। এর মধ্যে ৬শ’ পরিবার কাঠ দিয়ে বিভিন্ন ধরণের ফুলদানি, মোমদানি, কলমদানি, হামানদানি, চুড়ি আলনা, লেবুপাতা, ওড়ন, খুনতি, চামচ ও খেলনার সামগ্রীসহ নানা সামগ্রী তৈরি করে থাকে। আর এ দিয়ে তাদের জীবনযাপন চলে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সুপ্রিয় কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য শাহিন চাকলাদার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন,কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,
পল্লী উন্নয়ন অফিসার সুজন চন্দ্র ,কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারেণ সম্পাদক জয়দেব চক্রবর্তী প্রমূখ।