জামাল উদ্দিন কৃষ্ণনগর, কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আম বাংলাদেশ সহ ইউরোপ মহাদেশে সুনাম আছে। কিন্তু কালিগঞ্জ কৃষ্ণনগরে ব্যবসায়ীরা অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকায়ে তা বাজারজাত করে। ২৮ ই এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২ টা সময় কৃষ্ণনগর ইউনিয়নের আড়ত মালিকের লিডার আঃ সালাম গাজীর আড়ত সহ ঘুরে দেখা যায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন হতে ক্ষুদ্র আম ব্যবসায়ী নিকট হতে অপরিপক্ক আম উচ্চ মুল্য ক্রয় করে সেগুলো আড়তে এনে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক দ্রব্যাদি যেমন রাইফেন, রাইজার স্প্রে করে ২৪ ঘন্টার মধ্যে পাকা আমে রুপান্তরিত করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা সদরে রপ্তানি করে বাজারজাত করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
অথচ তারা সরকারি কোন আইন তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ ব্যপারে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফারুক হোসেনের নিকট যোগাযোগ করা হলে তিনি বলেন ভেজাল মুক্ত খাদ্য সংরক্ষণ বর্তমান সরকারের নির্দেশ যেখানে আগামী ১০ মে হতে কৃষি অফিস থেকে নির্দেশনা আছে গোবিন্দ ভোগ আম গাছ থেকে পাড়া যাবে । অথচ এ সব অসাধু ব্যবসায়ীরা কেমন করে এ সব আম আড়ত জাত করছে এটা সম্পূর্ণ বেআইনি এদের দমন করতে প্রয়োজনে উপজেলা কৃষি অফিসে উদ্যোগ গ্রহণ করবে এবং এ সকল ব্যবসায়ীদের আইনে আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হবে। তবে শুধু কৃষি অফিস না এলাকার সচেতন মহল এসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন প্রশাসনের উধর্ধতন কর্তৃপক্ষের কাছে।