এপ্রিল ৪, ২০২২
কালিগঞ্জ কৃষ্ণনগর ইউপির ডিজিটাল সেন্টারে মানুষ প্রতিনিয়ত হয়রানির অভিযোগ
জামাল উদ্দিন কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে মানুষ প্রতিনিয়ত হয়রানির অভিযোগ উঠেছে। ৪ ই এপ্রিল সকাল ১১ টার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেন্টারে জন্ম সনদ নিতে আসা সুফিয়া পারভীন দুই থেকে তিন মাস হেটেও জন্ম সনদ পায়নি। এ ব্যাপারে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সচিব রাজ বিহারী রায় কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন কোন জন্ম সনদে ভুল বা সনদ বইতে নাম না থাকলে ঔ বইটি ছবি উঠিয়ে টিএনও অফিসে পাঠাতে হবে। সেখানে কাগজ গুলো দেখে ঠিক করে দেবে। কৃষ্ণনগর ডিজিটাল সেন্টারে দায়িত্ব প্রাপ্ত সাজ্জাদ হোসাইন যার যার সমস্যা ঠিক করে দেবে। কেন মানুষ এত হায়রানির স্বীকার হবে। এদিকে কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়া পারভীন কাছে জানতে চাইলে তিনি বলেন আমি তাকে বহুবার বলেছি মানুষকে হয়রানি করবেন না অনন্য ইউনিয়ন পরিষদ গুলো যে ভাবে কাজ করছে সে ভাবে কাজ করুন। কিন্তু সে দিনের পর দিন মানুষকে হয়রানি করে যাচ্ছে । এ সময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সাইফুর রহমান , ইউপি সদস্য আঃ গফফার, রুহুল কুদ্দুস, জামাল ফারুক মন্টু,নুর হোসেন, সংরক্ষিত নারী সদস্যা সাজিদা পারভীন।
8,609,918 total views, 1,575 views today |
|
|
|