জামাল উদ্দিন কৃষ্ণনগর কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে দস্যুতার ঘটনা ঘটেছে। ১৩ ই এপ্রিল রাতে কৃষ্ণনগর ইউনিয়নের সোতা গ্রামের নিরঞ্জন বিশ্বাসের পুত্র পলাশ কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। সরজমিন যেয়ে পলাশ কুমারকে জিঞ্জাসা করলে তিনি বলেন রাত তিনটার দিকে ঘরের বারান্দায় লাইট দেওয়া ছিল। আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যাই। কাজ শেষ হওয়ার আগে পাঁচ ছয় জন সসস্ত্র ডাকাত আমাকে ধরে ফেলে আমাকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়।
আমার বাবা মা স্ত্রী সবাইকে একঘরে আটক করে অনন্য ঘর থেকে নগদ চার লক্ষাধিক টাকা ও প্রায় আট ভরি স্বর্ণ অলংকার একটি পালসার মোটরসাইকেল, দুইটি বাটুন মোবাইল নিয়ে যায়।
অন্য দিকে মৃত্যু ননী মন্ডলের ছেলে অজয় কুমার মন্ডল প্রবাসে থাকে। তার বাড়িতে নগদ পাঁচ হাজার টাকা প্রায় তিন ভরি স্বর্ণ নিয়ে চলে যায়। এর দুইদিন আগে কৃষ্ণনগর গ্রামে মৃত্যু নরেন্দ্র নাথ ঘোষের পুত্র সুবোল ঘোষের বাড়ীতে থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণ নিয়ে যায়।
এ ব্যাপারে একুই গ্রামে মাস্টার হরিদাস বিশ্বাস তিনি বলেন কৃষ্ণনগর ইউনিয়ন সংখ্যা লঘুদের বাড়িতে বাড়িতে ডাকাতি হচ্ছে।
এদিকে কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন সোতা গ্রামে ঠিক ডাকাতি বলা যাবে না তিনি ঘর থেকে বাহির হলে তাকে অবরুদ্ধ করে তার মাল জিনিস নিয়ে যায়। তবে তাদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে আমি দেখতেছি কারা এ ব্যাপরে জড়িত আছে তাদেরকে দ্রæত আইনি আওতায় এনে শাস্তি দেওয়া হবে।