এপ্রিল ১০, ২০২২
কালিগঞ্জে সার্ভিস ডেক্স ও গৃহহীনদের গৃহ হস্তান্তর পুলিশের উপহার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় কালিগঞ্জ থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর’র উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি দেশের বিভিন্ন এলাকায় উপকার ভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অনূভুতি শোনেন।
গৃহহীন পরিবার বাছাইয়ের ক্ষেত্রে বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও উপার্জনে অক্ষম, অতিবৃদ্ধ ও পরিবারে উপার্জনক্ষম সদস্য নেই এমন পরিবার অথবা অসহায় মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক আরাফাত আলী, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান, সাংবাদিক হাবিবুল্লাহ বাহার, শিমুল হোসেন প্রমুখ। 8,608,234 total views, 16,113 views today |
|
|
|