নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ৩ সন্তানের জননী জোছনা বেগম (৩৮) স্বামী ও সন্তানদের ফেলে রুবেল (৩০) নামে এক যুবকের হাত ধরে ঘর ছেড়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (২ এপ্রিল) ভোরের দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। এ ঘটনায় গৃহবধুর স্বামী আশরাফ গাজী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা যায়, গত কয়েকদিন আগে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপ-টিউবঅয়েল বসানোর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক, পিরোজপুরের জিয়ানগর উপজেলার গাজীপুর গ্রামের মোঃ খোকনের ছেলে রুবেল (৩০) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের নদির ধার সংলগ্ন নূর ইসলামের ছেলে আশরাফ গাজীর বাড়িতে আসেন।
এ সময়ে বাড়ির মালিক ইটভাটা শ্রমিক আশরাফ গাজী কাজের সুবাদে দুই সন্তান রবিউল (১৮) ও আমিনুর (১২) কে নিয়ে বরিশাল জেলাতে অবস্থান করছিল। বড় দুই ছেলে ও স্বামী আশরাফের অনুপস্থিতিতে টিউবয়েল শ্রমিক রুবেলের সাথে জোসনা বেগমের ঘনিষ্ট সম্পর্ক তৈরি হয়। এক পর্যায়ে প্রেমের টানে রুবেলের হাত ধরে গৃহবধু জোসনা বেগম ৮ বছরের কন্যা সন্তান মরিয়মকে রেখে গত শনিবার ভোরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যায়।
এদিকে গৃহবধুর স্বামী আশরাফ হোসেন তার স্ত্রী জোসনা বেগমের উধাও হওয়ার খবর জানতে পেরে বরিশালের ইটভাটা থেকে দুই ছেলেকে নিয়ে বাড়িতে ফিরে আসেন। ৮ বছরের একমাত্র মেয়ে মরিয়ম এবং দুই ছেলে রবিউল ও আমিনুরকে নিয়ে বিপাকে পড়েছেন আশরাফ হেসেন।
এলাকাবাসী ও সাবেক ইউপি সদস্য নূরুল হক জানান, ইতিপূর্বে জোসনা বেগম একাধিক ব্যাক্তির সঙ্গে পাড়ি জমিয়েছেন। কিন্তু স্বামী আশরাফ দুই পুত্র ও এক কন্যা সন্তানের কথা বিবেচনা করে সালিশ মিমাংশার মাধ্যমে স্ত্রীকে মেনে নিয়েছেন।
প্রায় ২০ বছর পূর্বে শ্যামনগর উপজেলার কাশীমাড়ী ইউনিয়নের ঝাপালী গ্রামের মোঃ তোফায়েল সরদারের মেয়ে জোসনা বেগমের সাথে কালিকাপুরের আশরাফ গাজীর বিয়ে হয় বলে জানান তারা।