Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ঘর থেকে বৃদ্ধার রক্তাক্ত মরহেদ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের বড় ছেলে আইরিস জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে এই হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪)।
প্রসঙ্গত, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মরহুম আনছার আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৭০) এর রক্তাক্ত মরদেহ তার শয়নকক্ষ থেকে শনিবার সকালে উদ্ধার করা হয়। সরকারি চাকুরিজীবী আনছার আলীর মৃত্যুর পর অর্থ ও সম্পত্তি নিয়ে আম্বিয়া খাতুনের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে দ্ব›দ্ব চলছিল।

এসব কারণে ওই বৃদ্ধা মেয়ের বাড়িতে এক সপ্তাহ অবস্থানের পর গত শুক্রবার (৮ এপ্রিল) সকালে ছোট ছেলে শেখ শরিফুজ্জামানের বাড়িতে আসেন। রাতে দুই তলায় নিজের শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। নিচতলায় পরিবারের সাথে ছিলেন ছোট ছেলে শেখ শরিফুজ্জামান। সেহেরীর সময় শরিফুজ্জামান তার মাকে ডাকতে যেয়ে ঘরে মৃত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অর্থ ও সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তোলেন। তবে কী কারণে ও কারা আম্বিয়া খাতুনকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version