Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়ে আবেগাপ্লুত ২৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের গৃহ হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১ টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর কালিগঞ্জের ২৫ গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় ধাপে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত ঘর হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজজামান বাপ্পী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু প্রমুখ।

কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে তৃতীয় ধাপে মোট ২৫ জন ভূমিহীন ও গৃহহীন প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেয়েছেন। দুই শতাংশ জমিসহ দুর্যোগ সহনীয় সুন্দর ঘর পেয়ে আবেগাপ্লুত হন ও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান ওই পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version