Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঘর পাবে ২৫ ভূমিহীন পরিবার ইউএনও’র প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিনিধি: ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই ¯েøাগানে (২৬ এপ্রিল) মঙ্গলবার সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় ধাপে সারা দেশে ৩২ হাজার ৯০৪ টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে কালিগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ২৫ টি ভূমিহীন পরিবার পাবেন প্রধানমন্ত্রীর উপহার এই ঘর।
প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশে কেউ গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ভূমিহীনদের দুর্যোগ সহনীয় এ ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
এ উপলক্ষ্যে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, দপ্তর সম্পাদক আরাফাত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ উল্লাহ বাচ্চু প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version