Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. সাইরিস মেহেরা সেতু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাংবাদিক হাফিজুর রহমান, বেসরকারি সংস্থা নবযাত্রা পকল্প’র এসএসও ইকবাল হোসেন, সুশীলন’র কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।

উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় অনুষ্ঠানে রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও প্রচার সম্পাদক এসএম আহাম্মদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক হাবিবুল্যাহ বাহারসহ এনজিও প্রতিনিধি, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে স্টাফবৃন্দ ও জাতীয় পুষ্টি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ‘সঠিক পুষ্টিতে সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version