নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে দুইদিন ব্যাপি ক্লাস্টারভিত্তিক চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সমাপনী দিনে বেলা ১১ টার দিকে কুশুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর ও সলিডারিডাড’র বাস্তবায়নে এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
এসময় তিনি বলেন, সনাতন পদ্ধতিতে চিংড়ি চাষাবাদ করার ফলে উৎপাদন খুবই কম হচ্ছে। ফলে দিনদিন সাদাসোনা খ্যাত চিংড়ি চাষে আগ্রহ হারিয়ে চাষিরা ভিন্ন পেশায় চলে যাচ্ছে। বিভিন্ন সময় রোগ বালাইসহ নানাবিধ কারণে চিংড়ির মড়কও দেখা যায়। আবার উৎপাদন খরচ বেশী হওয়ায় চাষীদের লোকসানও গুনতে হচ্ছে। এ অবস্থায় ক্লাষ্টার পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে চিংড়ি চাষ শুরু করে অনেক চাষিই লাভবান হচ্ছেন।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট’র আওতায় এ প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা। এসময় উপস্থিত ছিলেন মেরিন ফিসারিজ অফিসার সাবিহা খাতুন,পরিষদের মেম্বারগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাস্টারের চাষিরা।