ফারুক হোসাইন রাজ, কলারোয়া: ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযুদ্ধো তালা কলারোয়া সাতক্ষীরা ১ আসনের সাবেক সংসদ সদস্য বিএম নজরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অষ্ট্রোলিয়ান প্রবাসী ও সিডনি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম আলতাফ হোসেন লাল্টুর নির্দেশনায় সাতক্ষীরার কলারোয়ায় দোয়া অনুষ্ঠান ও অসহায় দুঃস্থ ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রিমিয়ার ছাত্র সংঘ। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে ৩০০ পরিবারে ঈদুল ফিতর উপলক্ষে ত্রান সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নছর।
সেচ্ছাসেবী এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সাংবাদিক ফারুক হোসাইন রাজ।
অনুষ্ঠানে অতিথিরা প্রায়ত আলহাজ্ব বিএম নজরুল ইসলামের স্মৃতিচারণ করে বলেন, কলারোয়ার শিক্ষা সংস্কৃতি সামাজিক অঙ্গনসহ ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশ স্বাধীনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখা গঠন করেন। তিনি মারা গেছেন কয়েক সপ্তাহ হলো তবুও তার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়নি এটা অত্যন্ত দুঃখজনক। দলীয়ভাবে না হলেও প্রিমিয়ার ছাত্র সংঘ থেকে এমন ভালো কাজে অংশ নেওয়ায় সংগঠনের দোয়া কামনা করেন।
সাবেক সংসদ সদস্য প্রায়ত বিএম নজরুল ইসলাম রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের ইমাম মাওলানা আসাদুজ্জামান ফারুকী।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাঈদ আলী গাজী, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল রেজা, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা কামরুল হাসান, সংগঠনটির সভাপতি আফজাল ফুয়াদ অভি প্রমূখ।
দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে প্রিমিয়ার ছাত্র সংঘের পক্ষ থেকে সংগঠনের নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা পরিষদের নব প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামকে ফুলেল শুভেচছা বিনিময় করে তার মঙ্গল কামনা করেন।