বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ০৭ মে ২০২২ নড়াইল ল²ীপাশা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনূর্ধ-১৬ (বালক/বালিকা) এ্যাথলেটিকস্ খেলোয়াড়দের নিয়ে ১৪দিন ব্যাপী আবাসিক এ্যাথলেটিকস্ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
উক্ত প্রশিক্ষন ক্যাম্পে তালিকাভ‚ক্তির জন্য লক্ষ¥ীপাশা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাছাই অনুষ্ঠিত হবে। বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের থাকা খাওয়ার এবং পকেট ভাতা প্রদান করা হবে।
বাদপড়া প্রার্থীদের শুধুমাত্র ঐদিনের দুপুরের খাবার ব্যবস্থা করা হবে, কোন প্রকার টি.এ প্রদান করা হবে না।
বাছাই কার্যক্রমে সাতক্ষীরা জেলার অংশগ্রহনেচ্ছু এ্যাথলেটদের সাজেক্রীস এ্যাথলেটিকস্ সম্পাদক ইমাদুল হক খান-এর সাথে (মোবাঃ ০১৭১২৭৪০৮৮২) যোগাযোগ করার জন্য বলা হল। (প্রেস বিজ্ঞপ্তি)।