Site icon suprovatsatkhira.com

আশাশুনি-কালিগঞ্জের চাম্পাফুল বাজারের কার্লভাটটি দু’বছর ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ

সমীর রায়, আশাশুনি : আশাশুনি – কালিগঞ্জের সীমান্তবর্তী চাম্পাফুল বাজারে দুই উপজেলার সংযোগ কার্লভাটটি ভেঙে দুই বছর ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে আছে। সীমান্তবর্তী এলাকার এ কার্লভাটটি এখন ‘ভাগের মা’। কোন উপজেলা প্রশাসন মেরামতের দায়িত্ব না নেয়ায় কার্লভাটের খাদে পড়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বৃহস্পতিবার দুপুরে সরজমিনে গিয়ে ঝুঁকিপূর্ণ ছোট আকারের কার্লভাটটির খবর নিতে গেলে দেখা যায়, জাকির হোসেন নামে জনৈক এক ইঞ্জিন ভ্যান চালক কার্লভাটের খাদের মধ্যে সামনের চাকা ঢুকিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন। তিনি বলেন ছোট সেতুটি ভালো থাকলে কোনরকমে দুটো ইঞ্জিন ভ্যান পাশাপাশি চলতে পারে। কিন্তু পশ্চিম দিকের অংশ (দুই মিটার) ভেঙে যাওয়ায় একটা ভ্যান কোন রকমে চলতে পারে। আমি একটাকে সাইট দিতে গিয়ে দুর্ঘটনায় পড়েছি।

ভ্যানটিকে টেনে তুলতে সাহায্যকারী গোলাম মোস্তফা জানান- প্রায় দুবছর হলো এটা ভেঙে পড়ে আছে। কেউ মেরামতের জন্য এগিয়ে আসেনা। দুই উপজেলার সীমান্তবর্তী সংযোগ সেতু হওয়ায় এটা ‘ভাগের মা’ তে পরিনত হয়েছে। কে মেরামত করবে কে জানে!
স্থানীয় পোশাক ব্যবসায়ী কমলেশ বসু বলেন-চাম্পাফুল কালিবাড়ী বাজারে ব্যবসায়ীদের মালামাল বহনের জন্য এ কার্লভাটটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ। দুই বছর ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ ছোট এ কার্লভাট মেরামতের জন্য সরকারি কোন ব্যবস্থা না নেয়ায় আমরা ব্যবসায়ীরা টাকা তুলে কয়েক মাস আগে মেরামত করেছিলাম। কিন্তু বড় ট্রাক এসে আবার ক্ষতিগ্রস্ত স্থানটি আবারো ভেঙে দিয়ে গেছে।

চায়ের দোকানি কামরুল কারিগর বলেন-প্রতিনিয়ত কার্লভাটের ভাঙা অংশে পড়ে সাধারণ পথচারী আহত হওয়া সহ ছোট খাটো যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুই বছর ধরে এসব চলছে কিন্তু সরকারিভাবে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না।
ঝুঁকিপূর্ণ ছোট এ কার্লভাটটি ভেঙে নতুনভাবে যুগোপযোগী আকারে তৈরি করতে স্থানীয় সাংসদ সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি সহ সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন চাম্পাফুল কালিবাড়ী বাজারে ভুক্তভোগী শত শত ব্যবসায়ী, সাধারণ পথচারী, ছোট খাটো যানবাহন চালক সহ সচেতন এলাকাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version