সমীর রায়/কামাল হোসেন : আশাশুনিতে শ্রীল ইউনিয়নের মাড়িয়ালা বাজারে অগ্নিকাÐে ২ দোকান পুড়ে ভস্মীভূত। ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় সর্বশান্ত দুই দোকানি।
নাসিমাবাদ গ্রামের মুদি দোকানি ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান- বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। রাত সাড়ে ১১ টার দিকে লোকজনের চিৎকার শুনে দৌড়ে দোকানে এসে দেখি আমার দোকান দাউ দাউ করে জ্বলছে। আমি ঈদের মালামাল তুলেছিলাম। দোকানের ভেতরে থাকা চাউল, ডাউল সহ অন্যান্য মুদির প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েগেছে। রাত ১টার দিকে আশাশুনি থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ক্ষয়ক্ষতি কমেনি।
পাশের দোকানের এ্যালুমেনিয়াম ব্যবসায়ী লাঙ্গলদাড়িয়া গ্রামের দেবাশীষ স্বর্ণকার ওরফে খোকন জানান লোকমুখে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে দেখা ছাড়া কোন উপায় ছিল না। প্লাস্টিকের মালামালে আগুন লেগে তীব্রতা বেড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাব্যাপী প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার প্রায় ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
স্থানীয় লোকজন জানান সন্ধ্যার পর থেকে কারেন্ট ছিল না। রাত ১১টার দিকে কারেন্ট আসার পরে অগ্নিকাÐের ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগতে পারে।