মার্চ ৮, ২০২২
মাদক ও জঙ্গীবাদের কোন স্থান কালিগঞ্জের মাটিতে হবে না-ওসি মোস্তফা
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে জঙ্গিবাদ সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে কুশুলিয়া দারুস সুন্নত দাখিল মাদ্রাসার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সভাপতি কাজী মোফাখ্খরুল ইসলাম নিলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও ইভটিজিং’র কোন স্থান কালিগঞ্জের মাটিতে হবে না। যে কোন মুল্যে সকলের সহযোগিতায় তা প্রতিহত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং’র বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরাও প্রশাসন একমত পোষণ করছি। তিনি আরো বলেন, সমাজে নৈতিকতা ও মুল্যোবোধের অভাব রয়েছে যে কারণে এই প্রজন্মের তরুণরা বিপদগামী হচ্ছে। যদি আমরা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিং এর বিষয়ে সবাই সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে আমাদের পরিবার, সমাজ, দেশ সোনার বাংলাতে পরিণত হবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। 8,610,957 total views, 2,614 views today |
|
|
|