মার্চ ২৮, ২০২২
কেশবপুরে ছবি আঁকাআঁকিতে সম্মাননা পেল ২৮ শিক্ষার্থী
কেশবপুর প্রতিনিধি: কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ছবি আঁকাআঁকি প্রতিযোগিতায় অংশ নিয়ে ২৮ শিক্ষার্থী পেল সম্মাননা। সোমবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা লেডিস ক্লাবের সভাপতি দিলরুবা ইয়াসমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল ,পাঁজিয়া সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, পিটিএফ’র চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ার । অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন যুব মহিলা লীগের সভানেত্রী মিনু রাণী দে, চারুপীঠের সহকারী পরিচালক শ্রাবন্তী রায়, মৌসুমী মজুমদার ও সহসভাপতি সাহা বৈদ্য নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন চারুপীঠের মিষ্টি মন্ডল ও নবনীতা হালদার। 8,555,713 total views, 6,319 views today |
|
|
|