মার্চ ২৫, ২০২২
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
ডেস্ক রিপোর্ট: সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় মধু সংগ্রহের সময় বাঘের হামলায় মৌয়াল সোলাইমান শেখ (৫০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে তিনি বাঘের হামলায় নিহত হন। পরে তাকে উদ্ধার করে তার সহকর্মী মৌয়ালরা। বিকালে তার মরদেহ নিজ এলাকায় আনা হয়েছে বলে বনবিভাগ জানিয়েছে। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ জানান, তারা এলাকার মৌয়ালদের সূত্রে জানতে পেরেছি, সোলাইমান বাঘের আক্রমণে নিহত হয়েছেন। তার সহকর্মীরা উদ্ধার করে মোবাইলে বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। বনবিভাগের শ্যামনগরের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার (এসও) নূর আলম জানান, গত সপ্তাহে উপজেলার বুড়িগোয়ালিনী বন অফিস থেকে মধু সংগ্রহের অনুমতি বনের ভেতরে যায় সোলাইমান শেখ। শুক্রবার সকালে কাচিকাটা এলাকায় মধু সংগ্রহ করার সময় তিনি বাঘের আক্রমণে নিহত হয়েছেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সোলাইমান শেখকে তার মৌয়াল সহকর্মীরা উদ্ধার করেছে। তার মরদেহ লোকালয়ে আনা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু তিনি বনবিভাগের অনুমতি নিয়ে বনে গিয়েছিলেন,বিধি অনুযায়ী তার পরিবার ক্ষতিপূরণ পাবেন।
8,610,018 total views, 1,675 views today |
|
|
|