মার্চ ১০, ২০২২
শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা পরিষদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বেসরকারি প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ, বারসিক, নবযাত্রা ওয়াল্ড ভিশন, ব্র্যাক, ফিয়া, ফ্রেন্ডশিপ, সুশীলন, উত্তরণ, সিডিও কারিতাস এবং সামস এর সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা বাস্তবায়ন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহিদুল্লাহ’র সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এনামুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক,ওসিসি প্রণব বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিস, ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু,ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবি রঞ্জন মন্ডল, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিপিপি ও সিডিও’র সদস্য বৃন্দ, সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। 8,610,634 total views, 2,291 views today |
|
|
|