মার্চ ১৬, ২০২২
শ্যামনগরে অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা
শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরের উত্তর আটুলিয়ায় অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা করার অভিযোগ উঠেছে। জমি দখলের পাঁয়তারা করার বিরুদ্ধে প্রতিকার চেয়ে প্রথমে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ এবং পরবর্তীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরা বরাবরে প্রতিকার প্রার্থনা করেছেন উপজেলার হাওয়ালভাঙ্গী গ্রামের মৃত মেহের উদ্দীন সরদারের পুত্র মাহমুদ আলী সরদার। যার মামলা নং পি ৭৬/২২(শ্যামঃ)। যার ধারা ১৪৫। তিনি অভিযোগে জানান, তার পুত্র প্রবাসী মাসুদুল আলমের নামীয় রেজিস্ট্রি কোবলা সম্পত্তিতে অবৈধভাবে দখলের চেষ্টা করা হচ্ছে। মাসুদুল আলমের ভোগ দখলীয় জমি উত্তর আটুলিয়া গ্রামের মনিরুজ্জামান খোকন, ইয়াছিন সরদার, আব্দুল আজিজ ও মফিজুল ইসলাম অবৈধভাবে দখল করার পাঁয়তারা করে যাচ্ছে। তিনি অভিযোগে জানান, আটুলিয়া মৌজার এস, এ, খতিয়ান নং ৫৪৭, দাগ নং ১৯৩৬, ১৯৭২, ১৯১৮ ও ২০১৭ এর ১৪.৫৩ একর জমির মধ্যে নালিশী জমির পরিমাণ ২. ৯৪ একর জমি। গত ১১ জানুয়ারি সকাল ৮টার দিকে তপশীল সম্পত্তিতে অভিযুক্তরা অনধিকার প্রবেশ করে মাটি ভরাট করে খুঁটি স্থাপন করে টিনের ছাউনি ঘর তৈরির করার অপচেষ্টা চালায়। গত ১৫ মার্চ তারিখে গভীর রাত থেকে তপশীল সম্পত্তিতে পুনরায় ঘর তৈরির কার্যক্রম করে। অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশের এএসআই মেহেদী হাসান ঘটনা স্থলে পৌঁছে এর সত্যতা পান। উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। 8,610,440 total views, 2,097 views today |
|
|
|