ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় র্যাবের অভিযানে শরিফ আফ্রিদী (২৪) নামে এক ভুয়া র্যাবকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃত শরিফ আফ্রিদী কলারোয়া উপজেলার বাকশা বাগাডাংগা এলাকার মাহাবুবর রহমানের ছেলে। সোমবার বিকেলে তাকে সদর উপজেলার চুপড়িয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাতক্ষীরার সদর থানাধীন চুপড়িয়া এলাকায় একজন ব্যক্তি নিজেকে র্যাব পরিচয়ে এবং নিজ নামীয় র্যাব আইডি কার্ড দেখিয়ে মানুষকে অহেতুক হয়রানি, ভয়ভীতি ও বিভিন্ন অপকর্ম করছে। তারই ধারাবাহিকতায় র্যাব ৬ সাতক্ষীরা সিপিসি-১ এর একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে শরিফ আফ্রিদীকে গ্রেফতার করে।
এ সময় তার কাছে থাকা একটি ভুয়া আইডি কার্ড, মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তার কৃতকর্মের কথা স্বীকার করে। র্যাব ৬ সাতক্ষীরা সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ‘জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে’।