নিজস্ব প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ কর্মসূচি পালিত হয়।
কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্’র সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ। এসময় তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন।
ইউপি সচিব কামরুজ্জামানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে কুশুলিয়া ইউপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এ দিনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরও। এবার তাই উদযাপনেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর সাথে আর একটি নতুন পালক যোগ হয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ।
কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাসহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের জনগণ।