মার্চ ১৩, ২০২২
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুবিধা প্রাপ্তির লক্ষ্যে তালায় মতবিনিময় সভা
তালা প্রতিনিধি : স্থানীয় সরকারের কার্যক্রমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে তালার খেশরা ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র অর্থায়নে, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে, সংস্থা’র শিক্ষা প্রকল্পের আওতায় উক্ত সভার আয়োজন করা হয়। রোববার (১৩ মার্চ) সকালে খেশরা ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, দলিত’র শিক্ষা প্রকল্পের প্রকল্প প্রধান ধরাদেবী দাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু। দলিত’র প্রকল্প অফিসার নেপাল দাস’র পরিচালনায় সভায় ইউপি সদস্য, ইউপি সচিব, কমিউনিটি প্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে, অনুরুপ অপর এক সভা গত বুধবার জালালপুর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। উভয় সভায়- ইউনিয়ন পরিষদের ১৩টি স্ট্যান্ডিং কমিটিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের অন্তর্ভূক্ত করা, ইউনিয়ন পরিষদের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা এবং সরকারি সকল অনুদান বা সুযোগ-সুবিধা প্রাপ্তিতে এই সম্প্রদায়ের মানুষদের প্রাপ্যতা নিশ্চিত করার দাবি জানানো হয়।
8,587,086 total views, 3,772 views today |
|
|
|