Site icon suprovatsatkhira.com

দুর্যোগে মানুষকে নিরাপদ আশ্রয় ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই আমাদের উদ্দেশ্য-জেলা প্রশাসক-হুমায়ুন কবির

নিজস্ব প্রতিনিধি: ”মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস-২০২২ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে জেলা কালেক্টর চত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে আবার সেখানে ফিরে এসে সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসারের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপক, আহতদের উদ্ধার ও প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়া পরবর্তীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মোঃ আঃ বাছেদ এর সঞ্চালনায় সভাপতির বক্তেব্যে জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির বলেন আমাদের সবার জানার দরকার যে প্রাকৃতিক দুর্যোগ রোধ করা যায় না, এটা মোকাবেলা করতে হয়। তার আগে আমাদের সকলের প্রস্তুতি দরকার। দুর্যোগে মানুষকে নিরাপদ আশ্রয়ে এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এজন্য আমরা দুর্যোগ মোকাবেলায় সরকারী ও বেসরকারীভাবে এক সাথে কাজ করব।

আর আমাদের দ্বারা যেন কোন দুর্যোগ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহŸান জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা দুর্যোগ ও ত্রাণ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, ও উন্নয়ন সংগঠনের বিভিন্ন কর্মকর্তাগণ। সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্ডের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ, রেড ক্রিসেন্ট সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি ফিরোজ কামাল শুভ্র, সুশীলের সহকারী পরিচালক জি,এম মনিরুজ্জামান, সাতক্ষীরা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শেখ মিমতাহুল জান্নাত, সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ফাইম শাহরিয়ার ও রেড ক্রিসেন্টের আসিফ চৌধুরী। সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভা, উন্নয়ন সংগঠন ব্র্যাক, সুশীলন, এনজিএফ, ক্রিসেন্ট, বরসা, জাগরনি চক্র ফাউন্ডেশন, উত্তরণ, স্বদেশ, লাইট হাউজসহ বিভিন্ন সংগঠন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version