তালা প্রতিনিধি : ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর উদ্যোগে করোনা চিকিৎসা সহায়তায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভিপি এন্ড জোনাল হেড মো. আব্দুর রউফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। সংশ্লিষ্ট ব্যাংকের পাটকেলঘাটা ব্রাঞ্চ ম্যানেজার মো. জাফর ইকবাল’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাপড়ি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার, সাস পরিচালক শেখ ইমান আলী, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরুলিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, ব্যাংকের এফএভিপি ইয়াছির রহমান এবং তালা শাখা ব্যবস্থাপক মো. ইয়াছির আরাফাত প্রমুখ।
অনুষ্ঠান শেষে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার সহায়তা হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজিব সরদারের নিকট ৫টি অক্সিজেন কনসেন্ট্রেটর হস্তান্তর করা হয়।