নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়ায় জমিজমা সংক্রান্তের জের ধরে মারপিট সংঘটিত হয়েছে। মারপিটে মুক্তিযোদ্ধার পুত্রসহ তিন জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। অপর দিকে অন্য পক্ষের একজনকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার(২৯ মার্চ) রাত সাড়ে নয়টায় আশাশুনির পল্লীতে জমিজমা সংক্রান্ত জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে, খালিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা সিরাজুল সানার পুত্র আবু হাসান (৩৮),মৃত আনসার সানার পুত্র এবাদুল সানা,(৬৬) ও এবাদুল সানার পুত্র শামিম সানা (৪০)। তাদেরকে উদ্ধার করে আশাশুনির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে এবাদুল সানার অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানান।
আহত শামীম সানা ও স্থানীয়রা জানান, নির্বাচনি প্রতিহিংসা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে খালিয়া গ্রামের মৃত তাজেল সানার পুত্র শফিকুল সানার নেতৃত্বে সোহেল রানা, তারিফ সরদারসহ ৬/৭জন বহিরাগত ব্যক্তিরা মঙ্গলবার রাতে ওত পেতে বসে থাকে। আহতরা রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় দোকান থেকে চা খেয়ে বাড়ি যাওয়ার পথে আব্দুস সালামের বাড়ির সামনে পৌঁছালে তারা এলোপাতাড়ী কুপিয়ে জখম করে চলে যায়। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।
অপর দিকে অপর পক্ষ শফিকুল সানা অভিযোগ করে বলেন,এবাদুল সানা গংদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রæতা রয়েছে। সেই শত্রæতার সুবাদে এবাদুল সানা,শামিম সানা আমার উপর আগে হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেরে সেই রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ।বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ উভয় পক্ষের আশাশুনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা যায়।