Site icon suprovatsatkhira.com

কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরে ইউএনডিপি-ভাব ই-লার্নিং প্রকল্পের কনসালটেশন কর্মশালা রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভাব-বাংলাদেশ ও কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে পরিষদের হলরুমে অনুষ্ঠিত কনসালটেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন। কর্মশালায় স্বাগত বক্তব্য ও ভাব বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন সংস্থার সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউএনডিপির অ্যাক্সিলেটর ল্যাবের হেড অব এক্সপ্লোরেশন এম এম জিমরান খান, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ, ব্যাকবন লিমিটেডের ব্যস্থাপনা পরিচালক আব্দুল মতিন শেখ মাহিন, প্রোগ্রাম অপারেশনন্স কাজী শামসুল হুদা, উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম , কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version