নিজস্ব প্রতিনিধি: খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তশূন্যতা ও অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক কর্মশালা রবিবার (২০ মার্চ) বেলা ১১ টায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও সাতক্ষীরা সিভিল সার্জনের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আব্দুস সোবহানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ গোলাম মোস্তফা, মেডিকেল অফিসার ডাঃ শঙ্কর কুমার পাল, ডাঃ মাহবুবুর রহমান, ইউপি সদস্য ডাঃ আব্দুল কাদের প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মীদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য, অনিরাপদ খাদ্য, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তশূন্যতা ও অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্যসহ গুরুত্বপুর্ণ বিষয় আলোচনা করা হয়। কর্মশালায় গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।