মার্চ ৮, ২০২২
কালিগঞ্জে সরকারি খাল উন্মুক্ত’র দাবিতে মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: সরকারি খাল উন্মুক্ত করার জন্য প্রক্রিয়া শুরু করায় কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকনের নামে ডাকাতি মামলা দেওয়ার প্রতিবাদে ঝাড়ু– মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের কদমতলা বাজারে এসব কর্মসূচি পালিত হয়। প্রথমে ইউনিয়নের হাজার হাজার নারী-পুরুষ ঝাড়– হাতে নিয়ে বিক্ষোভ করেন। এরপর বাজার এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জিন্নাত আলীর সভাপতিত্বে ও স্থানীয় বাসিন্দা প্রণব ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, অ্যাডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, অধ্যক্ষ আব্দুল ওহাব, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ সুজন প্রমুখ।
এসময় বক্তরা বলেন, রতনপুর ইউনিয়নের সরকারি খাল গুলো কতিপয় ব্যক্তি ইজারা নিয়ে জলাবন্ধতা সৃষ্টি করে আসছে। বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন মিডিয়াতেও খবর প্রচার করা হয়েছে। বক্তরা আরো বলেন, এই খাল শহীন উপজেলার এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে ইউনিয়নে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় চেয়ারম্যান আলিম আল রাজী টোকনের নামে ভূয়া মামলা প্রত্যাহারসহ ইউনিয়নের খাল গুলো উন্মুক্ত’র দাবি জানান তারা। 8,610,661 total views, 2,318 views today |
|
|
|