Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিএনপি’র বিক্ষোভ ও সমাবেশ: পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে অস্বাভাবিকহারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার প্রতিবাদে কালিগঞ্জে বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকেলে উপজেলার ভদ্রখালি এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রখালি মাঠ প্রাঙ্গনে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক কমিটির সদস্য মোহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি দিদারুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র ছাত্র-বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, নুরুজ্জামান পাড়, স্ব-নির্ভর সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক কিচমতুল বারী, দপ্তর সম্পাদক খায়রুল আলম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আব্দুল গফ্ফার, উপজেলা যুবদলের যুগ্ন আহŸায়ক রবিউল্লাহ বাহার, সদস্য সচিব আব্দুল আজিজ, যুগ্ন আহŸায়ক কাজী রাব্বী হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহŸায়ক সাদ্দাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক সেলিম আহমেদ, সেচ্ছাসেবক দলের সেক্রেটারী প্রার্থী শেখ আল মামুন, উপজেলা তাঁতীদলের আহŸায়ক জিয়াউর রহমান, কৃষকদলের আহŸায়ক সোহেল রানা, সদস্য সচিব আনারুল ইসলাম, কুশুলিয়া ছাত্রদল নেতা সাদিকুর, ছাত্রনেতা শামীম পারভেজ, বাচ্চু, মুহিত, আসাবুর, আব্দুল আলীম বাবু, কুশুলিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহŸায়ক মুরশিদ আলী প্রমুখ।

এদিকে একই সময়ে রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় বিএনপি’র অপর একটি গ্রæপের উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে উভয় গ্রুপের সমাবেশ শুরুর কিছুক্ষণ পর কালিগঞ্জ থানা পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে যায় সমাবেশ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version