নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে হিরক সরকার (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগে দীপঙ্কর মিস্ত্রি নামে এক ব্যক্তিকে আট করেছে পুলিশ। আটককৃত ওই ব্যক্তি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বাঁশদহা গ্রামের মৃত ঠাকুর দাস মিস্ত্রির ছেলে। শুক্রবার( ১৮ মার্চ) সকালে আসামি দীপঙ্করকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
সূত্র জানান, আটককৃত দীপঙ্কর মিস্ত্রির ভাগ্নি আশাশুনি উপজেলার সব্দালপুর গ্রামের অমল হালদারের মেয়ের সাথে কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র চান্দুলিয়া এলাকার সুভাষ সরকারের ছেলে কলেজ ছাত্র হিরকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে তারা বিয়ে করে। কিন্তু মেয়ের বাড়ির লোকজন সেটি মানেনি। এর সূত্রধরে গত বুধবার (১৬ মার্চ) রাতে দু’টি মোটরসাইকেল নিয়ে দীপঙ্কর এবং কুমারখালি গ্রামের পরিতোষের নেতৃত্বে ৪/৫ জন হিরকের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে চলে যায়।
এরপর থেকে হিরককে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। পরবর্তীতে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বাড়ির পাশে ঝুলন্ত অবস্থায় হিরকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মৃতদহে উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে দীপঙ্কর মিস্ত্রিকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে।
মামলার তদন্তকারি কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, থানায় একটি হত্যা মামলা হয়েছে। আমরা তদন্ত করে আসামিদেরকে আটকের চেষ্টা করছি।