নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউপি’র গ্রামপুলিশ ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনায় বিতর্কিত সেই খাল শহিদসহ ১১ জনের নামে মামলা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী উপজেলার রতনপুর ইউপি’র গ্রামপুলিশ সোবহান হোসেন (৪২) জানান, ইউনিয়নের চুনাখালি এলাকার আব্দুল বারি মোড়লের ছেলে শহিদুল ইসলাম ওরফে খাল শহিদ (৪৬) সরকারি খালে বর্ষা মৌসুমে অবৈধভাবে পাটা দিয়ে মাছ আহরণ করে। ইউপি চেয়ারম্যানের নির্দেশে জনস্বার্থ রক্ষার্থে নেট পাটা অপসারণ করি।
এরপর তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গত ২৪ ফেব্রæয়ারি বিকেলে শহিদ গং দেশীয় অস্ত্র-সস্ত্র¿ নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে আমিসহ আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়েছে।
খাল শহিদ গং আমাদের ঘর-বাড়ি ভাঙচুর করে এবং ঘরের মধ্যে অনাধিকার প্রবেশ করত: ঘরের আলমারীর তালা ভেঙে স্বর্ণালংকারসহ নগত টাকা নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে অভিযুক্ত শহিদুল ইসলামের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতিহিংসার শিকার তিনি ও তার পরিবার। গ্রাম পুলিশকে মারপিটের বিষয়ে তিনি কিছু জানেননা। তাকে হেয়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন।