মার্চ ১৫, ২০২২
কলারোয়ায় জাতীয় ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা
কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী। ভোক্তা পর্যায়ে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, কলারোয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) হাফিজুর রহমান, অবসর প্রাপ্ত অধ্যক্ষ আবু নসর, উপজেলা শিক্ষা অফিসার রোকনুজ্জামান, উপজেলা নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক এস,এম জাকির হোসেন, এনজিও ব্যক্তিত্ব মেহেদি হাসান প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. অমল কুমার সরকার, পল্লী সঞ্চয় ব্যাংকে ম্যানেজারসহ উপজেলার হোটেল রেঁস্তোরা মালিক সমিতির সদস্য ও বিভিন্ন সেক্টরের প্রতিনিধি। বক্তাগণ ওষুধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেওয়া হয়। 8,587,253 total views, 3,939 views today |
|
|
|