Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বৈদ্যুতিক তাঁর ছিঁড়ে ট্রাকে আগুন লেগে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

সমীর রায়,আশাশুনি : আশাশুনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে মালবাহী পাটকাঠি বোঝাই ট্রাকে আগুন লেগে ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উপজেলার কুল্যার মোড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় অগ্নিকাÐে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক রবিউল ইসলাম জানান, শুক্রবার ভোররাতে ঝিনাইদহ থেকে পাটকাঠি বোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০০৩২) কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামে যাওয়ার পথে কুল্যা মোড়ে বিদ্যুতের ঝুলন্ত তারে বেঁধে যায়। এতে বৈদ্যুতিক শর্টসার্কিটে সৃষ্ট আগুন পাটকাঠির বোঝায় লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ার উপক্রম হলে গাড়িচালক ট্রাকটি পার্শ্ববর্তী ডোবার ধারে ফাঁকা জায়গায় নিয়ে যায় ফলে আশেপাশের কোন দোকানে আগুন লাগেনি।

খবর পেয়ে আশাশুনি ও সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রাকচালক ঝিনাইদহ জেলার সিতারপুর গ্রামের রেজাউল বিশ্বাস জানান অগ্নিকাÐে তার ট্রাকটি পুড়ে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ট্রাকে থাকা ৮০ হাজার টাকা বিনষ্ট হয়েছে।
আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version