Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে টেঁকসই বেড়িবাঁধ নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জাইকা’র প্রকল্প স্থল পরিদর্শন

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্ত সাড়ে ৫ কি.মি. বেড়িবাঁধ কংক্রিটের বøক দিয়ে টেঁকসইভাবে নির্মাণ করবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা)। কাজ শুরুর আগে বুধবার (৯ মার্চ) সকালে সর্বশেষ সার্ভে করেছেন পানি উন্নয়ন বোর্ড ও জাইকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

এদিন জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) কো-টিম লিডার, ঢাকা হাবিবুর রহমান ও পানি উন্নয়ন বোর্ড ঢাকা’র প্লানিং -২ এর তত্ত¡াবধায়ক প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা জেলা নির্বাহী প্রকৌশলী শামীম মাহমুদ, উপবিভাগীয় নির্বাহী প্রকৌশলী রোহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ পাউবো’র ৪ নং পোল্ডারের আশাশুনি, শ্রীউলা ও প্রতাপনগরের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন।

উপসহকারি প্রকৌশলী (আশাশুনি) গোলাম রাব্বি হাসান জানান- আইলা, আম্ফান ও ইয়াশ জলোচ্ছ¡াসে উপকূলীয় অঞ্চলের নদীর বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (জাইকা) সহযোগিতায় টেঁকসই ভাবে নির্মাণ করতে বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খোলপেটুয়া নদীর ক্ষতিগ্রস্ত আশাশুনি সদরের দয়ারঘাট, শ্রীউলা ইউনিয়নের হাজরাখালি, প্রতাপনগরের কোলা-ঘোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের সাড়ে ৫ কি.মি. বেড়িবাঁধ পরিদর্শন ও ফাইনাল সার্ভে করেছেন। সার্ভে রিপোর্ট পাওয়ার পর কংক্রিটের বøক দিয়ে টেঁকসই মুজবুত বেড়িবাঁধের কাজ দ্রæত শুরু হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version