আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে উপজেলা পর্যায়ে জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুসন্ধানী ক্রিডস লিমিটেড এর সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন, প্রকল্পের সিনিয়র স্পার্ট মইন উদ্দিন পাটওয়ারী। উপজেলা প্রকৌশলী আক্তার হোসেনের সঞ্চালনায় সভায় প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, দেশের ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলায় প্রকল্পের আওতায় কাজ করা হবে। এজন্য বরাদ্দ হয়েছে ৮০ মিলিয়ন ইউএস ডলার। প্রকল্পের মাধ্যমে মানুষ ও গবাদি পশুর প্রাণহানি কমানো, বহুমূখী আশ্রয়স্থল নিশ্চিত করা, বিদ্যমান আশ্রয় কেন্দ্রের উন্নয়ন, নতুন আশ্রয় কেন্দ্র নির্মান ও কেন্দ্রে যোগড়াযোগ সড়ক উন্নয়ন করা হবে। এটি একটি পাইলট প্রকল্প।
আশাশুনিতে প্রতাপনগর সরকারি প্রাথমকি বিদ্যালয়, বালিয়াপুর (শ্রীউলা) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকল্পের আওতায় কাজ করা হবে।