Site icon suprovatsatkhira.com

আম্পান বিধ্বস্ত আশাশুনির প্রতাপনগরে ৩৫০ ফুটের ভাসমান সেতু উদ্বোধন

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে আম্ফান বিধ্বস্ত প্রতাপনগরের ২ গ্রামের মানুষের যাতায়াত সমস্যা দুর করতে ৩৫০ ফুটের ভাসমান সেতু উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ৩ টায় প্রতাপনগর হাওলাদার বাড়ি বিধ্বস্ত রাস্তার বিপরীতে ডু সামথিং ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এ ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি নির্মাণের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া হরিশখালির প্রায় তিনশ’ পরিবারের হাজার বারোশো মানুষ যাতায়াত করতে পারছেন নির্বিঘ্নে। আম্ফান ইয়াস ঝড়ে রাস্তাটি ভেঙ্গে গভীর খালের সৃষ্টি হয়।

সেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, জোয়ার ভাটায় রাস্তাটি ভেঙে বিলীন হয়ে খালের অপর পারের প্রায় হাজার বারশো মানুষের যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে চরম ভোগান্তিতে পোড়াচ্ছিলেন। সেতুটি নির্মাণে ৫৬ টি ২০০ লিটারের ড্রাম, সিরিজ ফুল, মেহগনি ও চম্বলের ৩৫০ সেপ্টি কাট, ৬০ কেজি পেরেক তাঁরা কাটা ব্যাবহার করা হয়। সেতুটিতে ৪ জন শ্রমিক ১২ দিন ধরে সেতু নির্মাণ কাজ করে।

সেতুটি নির্মাণ শেষে গতকাল শুভ উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ফকির, বীর মুক্তিযোদ্ধা আবুল ঢালী, ভাসমান মসজিদের পেশ ইমাম হাফেজ মইনুর রহমান, হাফেজ বাবুল হোসেন, উদ্বোধন কালে স্থানীয়রা বলেন দীর্ঘদিন ধরে এখান থেকে আমাদের যাতায়াত পারাপার করতে খুব ভোগান্তি পেতাম। সেতুটি নির্মাণ হওয়ায় আমরা খুব খুশি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version