মার্চ ২০, ২০২২
সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে কিন্ডার গার্টেনের ক্লাস
আল হুদা মালি, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ১৭৩নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ওই বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ ভবনেই চলছে কিন্ডার গার্টেন স্কুলের পাঠদান। বৈধতা না থাকলেও কোমলমতি শিশুদের জীবনের ঝুঁকিতে ফেলে কতিপয় ব্যক্তি মাইলস্টোন কিন্ডার গার্ডেন স্কুল খুলে পাঠদানের নামে অভিভাবকদের থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। কিন্ডার গার্টেন স্কুলের ন্যূনতম সেবা না পেয়েও প্রতি মাসে মোটা অংকের হিস্সা দিতে হিমশিম খাচ্ছে অভিভাবকরা। অপরদিকে ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে সরকারের নেওয়া বিনামূল্যে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। সরকারের প্রতি আস্থা হারাচ্ছে অভিভাবকদের। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্ডার গার্টেন স্কুল চললেও বিন্দু মাত্র প্রতিক্রিয়া নেই ১৭৩নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, ১৭৩নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ের পুরাতন জরাজীর্ণ ভবনটি মাইলস্টোন কিন্ডার গার্ডেন স্কুলকে ভাড়া দিয়ে নিজে সুবিধা নিচ্ছেন এবং অর্থ আত্মসাৎ করছেন। যে কারণে সরকারি সিদ্ধান্তের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে কিন্ডার গার্ডেন স্কুল গড়ে তুলেছেন। অপর এক শিক্ষার্থীর অভিভাবক মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আমার ছেলে মাইলস্টোন কিন্ডার গার্টেন স্কুলে পড়ে। মাসে ২শ’ টাকা বেতন দেয়া লাগে। কেজি স্কুলে ভালো লেখাপড়ার আশায় ছেলেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি না করে একই জায়গায় কেজি স্কুলে ভর্তি করেছি। কিন্তু ছেলে স্কুলে গেলেই চিন্তায় থাকতে হয়। জরাজীর্ণ ওই ভবনটি সংস্কার করলে এলাকার আরো ছেলেমেয়ে প্রাইমারি স্কুলে না গিয়ে কেজি স্কুলে যেতো’। স্থানীয় ইউপি সদস্য জি এম মনজুর হোসেন বলেন, ‘প্রাইমারি স্কুলের পুরোনো ভবনে কেজি স্কুল পরিচালনা হচ্ছে শুনেছি নিজ চোখে দেখা হয়নি’। জানা গেছে, ২০০৭ সাল হতে ১৭৩নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সহযোগিতায় স্থানীয় যুবক ওয়েজকুরুনী ও হিজবুলের নেতৃত্বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরোনো জরাজীর্ণ ভবনে মাইলস্টোন কিন্ডার গার্টেন নামের ওই বিদ্যালয়টি চালু করা হয়। তবে প্রাথমিক বিদ্যালয়ের ভবনে কীভাবে কিন্ডার গার্টেন স্কুল হয় তা স্থানীয় সচেতন মহলের বোধগম্য নয়। তবে এ বিষয়ে ১৭৩নং সোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক এবং ওই কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ওয়জেকুরুনী ও হিজবুল এ প্রতিবেদককে কিছু বলতে রাজি হয়নি। গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম বলেন, ‘সোরা প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনটি ব্যবহার করে কিন্ডারগার্টেন স্কুল চলছে এটা জানি না তবে ঐ এলাকার ওয়েজকুরনী ও হিজবুল এরকম একটি প্রতিষ্ঠানের জন্য ইউনিয়ন পরিষদে একটি দাবি রেখেছিল। তাদের কোন ভবন নেই, এখন বাজেট দিলে কোথায় কাজ করবে’। প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করার বিষয়ে শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসার রাফিজ মিয়া বলেন, ‘আমি শ্যামনগর উপজেলায় নতুন যোগদান করেছি। বিষয়টি অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব’। 8,611,457 total views, 3,114 views today |
|
|
|