Site icon suprovatsatkhira.com

শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা

ডেইরি খামারিদের সংগঠন “শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে ১১ই মার্চ শুকবার বেলা ৩ টায় সাতক্ষীরারশ্যামনগর উপজেলায়, আটুলিয়া ইউনিয়নের মাগুরাকুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক খামারীদের নিয়ে “ দুগ্ধ খামারীদের আর্থসামাজিক উন্নয়নে” এর উপর আলোচনা সভার আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এর পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে দেশের কৃষক ওখামারিরা।সঠিক জাতের গাভী পালনে অধিক লাভবান হওয়া কঠিন কিছু নয়। শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের উদ্যোগে এই আলোচনা সভায় গাভী পালনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতেন পারলেন উপস্থিত সকল খামারিদের জন্য শুভকামনা ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাঈদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানখালেদা আয়ুব ডলি, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন, শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশনের সভাপতি জনাব ইসলাম বাবলু, সহ সভাপতি উত্তরাঘোষ, সাধারণ সম্পাদক দুলাল অধিকারি, সাংগঠনিক সম্পাদক মো ইয়াছিন আলী।

শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উত্তরণের লক্ষ্যে এই সংগঠন বেকার যুবক/যুবতীদের প্রশিক্ষণ এর মাধ্যমে ডেইরি শিল্পে উদ্দোক্তা তৈরি কাজ করে যাচ্ছে, এই সংগঠনটি শ্যামনগর উপজেলায় ১২ টি ইউনিয়নের প্রায় দুই হাজার ছোট বড় দুগ্ধ খামারিদের কল্যানে ও তাদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ।পাশাপাশি জনগণের জন্য নিরাপদ প্রানিজ প্রোটিন তথা মাংস ও শিশু খাদ্য, দুধ উৎপাদনে কাজ করছে।

অনুষ্ঠানে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে খামারকে লাভবান করা, খামারের খরচ কমিয়ে ইনকাম বাড়ানো , সঠিক জাত উন্নয়নের মাধ্যমে অধিক দুধের গাভী তৈরি করা , সহজে খামারি সংগঠনের মাধ্যমে খামারিদের ট্রেনিং, কম মূল্যে গো-খাদ্য সরবারাহ, ভালো দামে দুধবিক্রয় সহ বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা যায় এ সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য শ্যামনগর ডেইরি ফার্মারস এসোসিয়েশন খামারিদের দুধের দাম বৃদ্ধি, উন্নত মানের প্রশিক্ষণ প্রদান, গো খাদ্যের দাম কমানো ও অভিঙ্গ ভেটেনারি ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদান সহ খামারিদের উন্নয়নে কাজ করে যাচ্ছে ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version