আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : প্রজনন মৌসুমে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নদীতে মাছ-কাঁকড়া আহরণের অপরাধে ২১ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় ৩শ’ কেজি কাঁকড়া, ৬টি নৌকাসহ মাছ-কাঁকড়া আহরণের সরঞ্জামাদি জব্দ করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে নদীতে মাছ ও কাঁকড়া প্রজনন বৃদ্ধির জন্য বন বিভাগের বিশেষ বাহিনী ও স্মার্ট টিমের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় ফরেস্ট গার্ড (এফজি) হারুন-অর-রশিদ ও স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমানের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার (৮ মার্চ) গভীর রাতে কয়েক ঘন্টাব্যাপী অভিযানে সুন্দরবনে ডিঙিমারি খাল ও মাহমুদা নদী হতে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের সময় মালামাল সহ ২১ জেলেকে আটক করা হয়। আটক জেলেরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ মোল্লা পাড়া গ্রামে আবু বক্কর গাজীর ছেলে মোক্তার হোসেন (৪৫), মীর গাং গ্রামের গফুর শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৩৮), আবু বক্কর তরফদারের ছেলে শুকুর আলী (৪২), রেজাউল পাইকের ছেলে শাহিন পাইক (৩৫), ফজলু কবিরের ছেলে রিপন ফকির (৩০), শাহাজান গাজীর ছেলে শাহিনুর রহমান (৩৮), মোকছেদ শেখের ছেলে আজিবর শেখ (৪০), ইব্রাহিম গাজীর ছেলে মাজেদ গাজী (৪২) আবুল শেখের ছেলে আবু সাঈদ শেখ (৪১), কুরবান গাজীর ছেলে কওছার গাজী (৩৫), মোকছেদ গাজীর ছেলে আদম গাজী (৩০), করিম মোল্লার ছেলে সাত্তার মোল্লা (৪২), ৫নং কয়রা গ্রামে এনছার আলীর ছেলে জিন্নাত আলী (৩৩), নাপিত খালি গ্রামে ইউনুচ মোড়লের ছেলে আকছেদ মোড়ল (৩৯), বড় ভেটখালী গ্রামের যবু সানাহ ছেলে উদয় সানা (৩৫) ও সুদয় সানা (৩৭), কাটাখালী কয়রা গ্রামে হাতেম মিস্ত্রির ছেলে হালিম মিস্ত্রি (৪৫), ছোট ভেটখালী গ্রামে সোলাইমান গাজীর ছেলে জিয়াউর রহমান (৪৮), জয়াখালী গ্রামে শামিম গাজীর ছেলে ছাকাত গাজী (৩৫) খলিসাবুনিয়া গ্রামে খালেক মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৩) এবং ডুমুরিয়া গ্রামে মৃত সুরত আলী গাজীর ছেলে মিনহাজ গাজী (৩০)। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুন্দরবনে মাছ ও কাঁকড়া প্রজনন বৃদ্ধির জন্য যৌথ অভিযানে জেলেদের আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে’।