গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে পশ্চিম বনবিভাগের আওতায়াধীন একটি মৎস্য ঘের থেকে পশুর ও গরান কাঠ জব্দ করেছে বন বিভাগ। সোমবার (২৮ মার্চ) শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাঁতিনাখালী গ্রামে মোড়লবাড়ী পাশে মৎস্য ঘের থেকে কাঠ জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বনবিভাগের দাঁতিনাখালী মোড়লপাড়ায় একটি মৎস্য ঘের থেকে ১৪ পিস পশুর কাঠ, ১৫০ পিস গরান কাঠ জব্দ করা হয়েছে। তবে কাঠ চোরাকারবারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত কাঠগুলো যেহেতু পরিতাক্ত স্থানে পাওয়া গেছে। এজন্য ইউডি আর মামলা হবে। তাছাড়া জব্দকৃত মালের প্রকৃত মালিক খোঁজা হচ্ছে। মালিকের খোঁজ পেলে বনবিভাগ থেকে পিওআর মামলা দেওয়া হবে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/