Site icon suprovatsatkhira.com

প্রত্যেক স্কুল-কলেজে টেকনিক্যাল এডুকেশন চালু করা হবে- এমপি রুহুল হক

সমীর রায়/আহসানউল্যাহ : সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেছেন- বর্তমান সরকার প্রত্যেক স্কুল-কলেজে টেকনিক্যাল এডুকেশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তাই যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের বিজ্ঞান ভিত্তিক সমাজ গড়তে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। যারা বাংলাদেশ চায়নি তারা আজও নানান অজুহাতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে। রাজনীতি হবে উন্নয়নের জন্য। রাজনীতি করি বলে একে অপরের মাথা ফাটাতে হবে, সেটাকে রাজনীতি নয় অপরাজনীতি বলে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে আশাশুনি সরকারি কলেজে নবীন বরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি আরও বলেন- আমার নেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মতো তোমাদেরও আত্মবিশ্বাসী হতে হবে। প্রতিটা কাজে মনে সাহস নিয়ে বলতে হবে ‘আমরাও পারি’। শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক। তাদেরকে শুধু স্কুল-কলেজের গÐিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। সামাজিক বিভিন্ন কর্মকাÐে জনপ্রতিনিধিদের সু-পরামর্শ দিয়ে সমাজকে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের সময়ে ছেলে-মেয়ে উভয়েই লেখা-পড়া থেকে শুরু করে রাষ্ট্র পরিচলানায় সমান সুযোগ পেয়ে যাচ্ছে। এই সুযোগ হেলায় না হারিয়ে প্রত্যেক শিক্ষার্থীকে নিজেকে গড়ে তুলে রাষ্ট্র পরিচালনায় অংশ নিতে হবে।
তিনি কলেজের মাঠ ভরাট, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকদের আত্মিকরণের অফিসিয়াল সমস্যার ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ নিবেন বলে আশ্বস্ত করেন।

প্রভাষক জাকির হোসেন ভুট্টো ও প্রভাষক শিরিন বাহার যুথীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম (পিপিএম), আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার নার্গিস, প্রাক্তণ প্রধান শিক্ষক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নীল কণ্ঠ সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মÐল, সাংগঠনিক সম্পাদক এসএম হুমায়ন কবির সুমন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এস এম আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, মাহবুবুল হক ডাবলুসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version