Site icon suprovatsatkhira.com

নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও সেলাই মেশিন বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সড়ক দুর্ঘটনায় নিহত কয়েকটি দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১ টার সময় সংবাদপত্রের জেলা প্রতিনিধি কার্যালয় সাতক্ষীরার সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক চাই এর সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ও নিসচা জেলা শাখার পৃষ্ঠপোষক আলহাজ¦ মো. নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, আমরা যারা রাস্তা পারাপার হই তারা যদি সাবধানতা অবলম্বন করি এবং আমরা যারা ড্রাইভিং করি তারা যদি গতিবেগ নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাই তাহলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। তিনি আরো বলেন, আমাদের দেশে গড়ে প্রায় ১৫ জন লোক সড়ক দুর্ঘটনায় মারা যায়।

অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিসচা জেলা শাখার পৃষ্ঠপোষক জি এম নূর ইসলাম। এ সময় তিনি সড়ক দুর্ঘটনাকে একটা মহামারির সাথে তুলনা করে বলেন আমরা কীভাবে এ মহামারি থেকে বাঁচতে পারি তার পরিকল্পনা করা উচিত। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ও সিনিয়র আইনজীবী অ্যাড আব্দুল মজিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে জেলা নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার নব নির্বাচিত কমিটির পরিচিতি সভা, আইডি কার্ড ও সড়ক দুর্ঘটনায় নিহত মো. জাকির হোসেন ও মো. হাসান আলীর পরিবারের সদস্যদের মাঝে ২টি সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে নিসচা জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version