Site icon suprovatsatkhira.com

জেলা ছাত্রলীগ সভাপতির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন-জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পরবর্তীতে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমানের পক্ষ থেকে শ্যামনগরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের মাধ্যমে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু অনংগ কুমার মন্ডল সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি- বাপী মন্ডল, শিক্ষা বিষয়ক সম্পাদক – উত্তম মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাপী মন্ডল বলেন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান অত্র ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মেধাবী, অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে বলে এই নির্দেশনা প্রদান করেন তারই ধারাবাহিকতায় আমাদের এই শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচী চলমান থাকবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version