নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় মহান স্বাধীনতার মাসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের উপর এক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (১ মার্চ) বিকাল চারটায় মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের কর্মসূচীর আওতায় খাজরা ইউনিয়নের গদাইপুর ৭ ও তুয়ারডাঙ্গা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম ও ইব্রাহিম খলিল টুকুর যৌথ সভাপতিত্বে তুয়ারডাঙ্গায় খাজরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উপর স্মৃতিচারণ ও মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা,কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা,রইচউদ্দীন,আঃ মজিদ মোল্যা,আঃ রশিদ সরদার,মোজাম্মেল মোল্যা,মোঃ নওয়াব আলী,শিক্ষক কমলেশ সানা,সাবেক ইউপি সদস্য হোসেন আলী,অনুপ কুমার সানা,আঃ সাত্তার,ছাব্বির হোসেন,মোস্তাকিম,হেলালসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না জন্মালে আমরা স্বাধীনতা পেতাম না। বাঙালী জাতি হিসিবে বিশ^ দরবারে মর্যদা পেতাম না। বক্তরা আরো বলেন,খাজরা ইউনিয়ন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এবাদুল মোল্যা দেশের জন্য মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাঁর দেশের জন্য এ ত্যাগ আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম কখনও ভুলবে না।
আলোচনা অনুষ্ঠানে খাজরা ইউনিয়নে মৃত্যুবরণকারী সমস্ত বীর মুক্তিযোদ্ধাদে কেও স্মরণ করে দোয়া কামনা করা হয়।