নুরুল ইসলাম. খাজরা প্রতিনিধি: আশাশুনির খাজরার পল্লীতে এই সর্ব প্রথম পরীক্ষামূলক ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে। যদিও এখনও খাজরা চাষিরা বাণিজ্যিকভাবে এই ফলের চাষ শুরু করেননি। পরীক্ষামূলক ভাবে এক বছর আগে ড্রাগন ফলের চাষ শুরু হয়েছে।
শুক্রবার(১১ মার্চ) সকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের গোয়ালডাঙ্গা গ্রামের অর্জুন গোলদারের পুত্র কপিল গোলদারের ড্রাগন ক্ষেতে গিয়ে দেখা যায়,সারি সারি ১৫টি খুটির উপর ড্রাগন ফলের গাছ। পাতা বিহীন,কাঁটাযুক্ত গাছগুলো ৬ থেকে ৮ ফুট লম্বা হয়ে গেছে। শিক্ষিত কপিল লেখাপড়ার পাশাপাশি কৃষিতেও অভিজ্ঞ। অন্য জেলায় ড্রাগন ফলের চাষ দেখে সেও সফলতার লক্ষ্যে ড্রাগন চাষ শুরু করেছে। এছাড়াও প্রায় তিন বিঘা জমিতে পুইশাক,ঢেড়স,বেগুন চাষ করে সফলতা পেয়েছে।
এ বিষয়ে ড্রাগন চাষী কপিল গোলদার জানান,এক বছর আগে আমি পরীক্ষা মূলক ১৫টি খুটিতে এই ড্রাগন চাষ শুরু করেছি। এখন ফল আসার সময় হয়নি। এ বছর ফল আসতে পারে। যদি ভাল ফলন পাই তাহলে আরও বেশি জায়গাতে ড্রাগন চাষ করার ইচ্ছা আছে। ডালপালাগুলো সুন্দরভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে খুঁটির ওপর পুরনো টায়ার ও চাকা ব্যবহার করা হয়েছে।
স্থানীয়রা মনে করেন, সুস্বাদু ও পুষ্টিগুণে সমৃদ্ধ এই ফলচাষে কৃষকদের আগ্রহী করা গেলে খাজরায় ড্রাগন ফল চাষাবাদ সম্ভব। মাটি ও আবহাওয়া এ ফল চাষে উপযোগী কি না তা অনেকে জানে না। বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ হলে অর্থনৈতিকভাবেও এগিয়ে যেতে পারবেন খাজরার চাষিরা।