হাবিবুর রহমান সোহাগ, কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালিতে চোরাচালান ও মানব পাচার বিরোধী জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭শে মার্চ) সকাল ১১টায় স্থানীয় ঈদগাহ ময়দানে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩বিজিবি) আয়োজনে, ঐ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বি জি বি)সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অফসো জনাব,মেজর রেজা আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মাদকের ছোবল যে পরিবারে পড়েছে তারাই বোঝেন, এর ভয়াবহতা কতটুকু, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, সামাজিক সম্মান ধ্বংস হয়, অর্থনৈতিক বিপর্যয় ঘটে,ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি বলা হয়, তাহলে নেশা দ্রব্য ধর্মে নিষেধ আছে এবং এই ব্যবসায় যারা জড়িত তারা নিঃসন্দেহে একটি খারাপ ব্যবসা করছে, সামাজিক অবক্ষয় আছে তরুণ সমাজ ধ্বংস হচ্ছে,একজন মাদকাসক্ত ছাত্র আপনারা দেখলে বুঝতে পারবেন কিভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিযয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, যারা মাদক কারবারের সাথে জড়িত, নারী ও শিশু পাচার- চোরাচালানের সাথে জড়িত তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে, ঝড়-বৃষ্টি রোদ কে উপেক্ষা করে বিজিবি সদস্যরা নিয়মিত টহল দিয়ে যাচ্ছেন, আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন তাহলে সকলের প্রচেষ্টায় চোরাচালান নারী-শিশু পাচার এবং মাদক পাচার রোধ করা সম্ভব হবে। তিনি আরো বলেন ২০২১ সালে শুধুমাত্র কাকডাঙ্গা বিওপির অধীনে ১ কোটি ৩৫ লক্ষ টাকার মাদক ও ৩০ জন আসামিকে আটক করা সম্ভব হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৫ নং কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন হাবিল, ৬নং সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল,অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, সাংবাদিক ইয়ারব হোসেন, মাস্টার আতিয়ার রহমান, আজিজুল ইসলাম, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম,মাস্টার শাহিনুর রহমান, মাওলানা আনোয়ার এলাইহী, কাকডাঙ্গা কোম্পানি কমান্ডার আবু তাহের পাটোয়ারী, সুবেদার ফারুক কামাল, তলুইগাছা বিওপি কমান্ডার ইলিয়াস হোসেন,কাকডাঙ্গা বিওপি কমান্ডার আবু জাফর কেঁড়াগাছি ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যা, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।