আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের কাছে পাউবো’র বেড়ী বাঁধ সুরক্ষা কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) বিকালে শ্রীপুর কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের কাছে কাজের উদ্বোধন করা হয়।
গত মাসে পাউবো’র বেড়ী বাঁধে আকস্মিকভাবে ভাঙ্গন শুরু হয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, জরুরী ভিত্তিতে কাজ না করা হলে যে কোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ন এলাকা পুনরায় প্লাবনের শঙ্কা বিরাজ করছিল। বিষয়টি এমপি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হককে অবগত করা হলে তিনি পাউবো সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলীকে জরুরী ব্যবস্থা নিতে বলেন। পাউবো কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থান পরিদর্শন শেষে জরুরী ভিত্তিতে কাজ করার জন্য জরুরী বরাদ্দ প্রদান করেন।
বরাদ্দ পেয়ে ১০০ মিটার বাঁধ রক্ষার জন্য জিও ব্যাগে বালিমাটি ভরে ফেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফম রুহুল হক এমপি ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন এবং কাজের উদ্বোধন ঘোষণা করেন। পরে আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল।
এসময় উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক তৌষিকে কাইফু, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী মাষ্টার রিয়াছাদ আলি মামুন, ছাত্রলীগ নেতা মাহমুদুল হাসান মিলন, কৃষকলীগ সেক্রেটারী হারুন অর রশিদ, সমাজ সেবক রিয়াদ মাহমুদ, ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সন্তান উজ্জল হোসেন ওয়ার্ড আ’লীগ সেক্রেটারী আমিরুল ইসলাম, প্রধান অতিথির সফর সঙ্গী লিটন মন্ডল, ঠিকাদার সুজিৎ কুমার সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।