Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সরকারি রাস্তার পাশের দু’টি শিষ্টুফুল গাছ কাটার অভিযোগ উঠেছে।
সূত্র জানান,উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাঠি হতে বিষ্ণুপুর বাজার সড়কের পাশে লাগানো দু’টি শিষ্টুফুল গাছ আব্দুর রশিদ নামে এক ব্যক্তি কাটার সময় স্থানীয় তহশিলদার জালাল উদ্দিন সেটি প্রতিহত করে।

স্থানীয় আবু বক্কর সিদ্দিক, রমেশ ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষ, কার্তিক ঘোষ, শংকর ঘোষসহ একাধিক ব্যক্তি জানান, শ্রীধরকাটি গ্রামের মৃত জেরাব্দী শেখের ছেলে আব্দুর রশিদ সড়কের পাশে লাগানো দু’টি শিষ্টুফুল গাছ শনিবার সকালে কাটা শুরু করে। তাৎক্ষণিক আমরা বিষয়টি স্থানীয় তহশীলদার জালাল উদ্দিনকে অবহিত করি। তিনি ঘটনাস্থলে এসে গাছ কাটা বন্ধ করে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে তহশীলদার জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, আমি শোনার সাথে সাথে পদক্ষেপ নিয়েছি এবং বিষয়টি আমার এসিল্যান্ড স্যারকে জানিয়েছি।
এদিকে অভিযুক্ত আব্দুর রশিদের মুঠোফোনে একাধিকরাব ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version