নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে প্রথমে প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
সকাল ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপালী রাণী ঘোষসহ অন্যান্যরা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
এদিকে বিকেলে উপজেলা আওয়ামী লীগের একটি বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় এসে এক সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এছাড়াও উপজেলা জুড়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।